Sunday, March 11, 2012

Email Account - এর মধ্যে ব্লগ স্থানান্তর

দুটো ইমেইল অ্যাকাউন্টের মধ্যে একটি ব্লগ স্থানান্তরঃ

আপনারা জানেন যে একটি ইমেইল একাউন্ট দিয়ে কয়েকটি ব্লগ তৈরী করা যায়। এখন আপনি চাচ্ছেন যে আপনার কোনো একটি ব্লগ অন্ন একটি ইমেইল একাউন্টে স্থানান্তর করতে। এটা একটু জটিল প্রক্রিয়া মনে হলেও কাজটি খুব সহজে করা যায়। নিচের ধাপ গুলো অনুসরন করলেই চলবে। এই পোষ্টটা শুধুমাত্র গুগল ব্লগের ব্লগারদের জন্য  প্রযোজ্য।



  বিস্তারিত প্রক্রিয়া:
  1. ব্লগার একাউন্ট 1, যা আমরা স্থানান্তর করতে চাই, সেটাতে প্রথমে সাইন ইন করুন।
  2. সেটিংস থেকে বেসিক ট্যাব -এ যান | "অনুমতি (permission)" অপশন -এ যান।
  3.  Add Authors - এ ক্লিক করে একাউন্ট 2 এর মালিক অর্থাৎ যে একাউন্ট-এ আপনার ব্লগ সরাতে চান সে একাউণ্ট-এ আমন্ত্রণ (Invitation) পাঠান।
  4. একাউন্ট 2 মালিকের আমন্ত্রণ গ্রহণের জন্য অপেক্ষা করুন। (যদি আপনি একটি কম্পিউটার শেয়ার করছেন, তাহলে আপনি প্রথমে একাউন্ট 1 সাইন আউট  করুন এবং একাউন্ট 2 সাইন ইন করুন , বা দুটি ভিন্ন ব্রাউজার ব্যবহার করুন দুটো একাউন্টের জন্য।
  5. এবার  একাউন্ট 2 থেকে ব্লগে যোগ দিন, একাউন্ট 1 এ পুনরায় সাইন ইন করুন এবং সেটিংস ফিরে যান।
  6. ড্রপ ডাউন মেনু পরবর্তী একাউন্ট  2 তে ক্লিক করুন এবং সিলেক্ট করুন "অ্যাডমিন" (Admin)
  7. ক্রস (এক্স- X) চিহ্নিত একাউন্ট থেকে অ্যাডমিন অপসারন করুন । চাইলে একাউন্ট  1 কে Author হিসেবে রাখতে পারেন।
  8.  এখন একাউন্ট 2 তে সাইন ইন করে পুর্বের মত ব্লগ পোষ্ট করতে থাকুন।  
( পোষ্টটি ভালো  লাগলে কমেন্ট করুন। উৎসাহিতবোধ করবো, সামনে আরও কিছু ভালো পোষ্ট আসছে।  ধন্যবাদ সবাইকে )

 আপনি যদি প্রতিদিন ১৪ ডলার আয় করতে পারেন মাত্র কয়েক মিনিট ব্যয় করে তাহলে কেন করবেন না!! আয় করতে ক্লিক করুন নিচে।

No comments:

Post a Comment

Thank you for your valuable comment.